সব
facebook raytahost.com
অপরূপ সাজে পাহাড়ের হলুদ কন্যা | Protidiner Khagrachari

অপরূপ সাজে পাহাড়ের হলুদ কন্যা

স্টাফ রিপাের্টার::শীতের মাঝামা‌ঝি সরিষার হলুদ ফুলে অপরূপ সাজে সেজেছে পাহাড় কন্যা খাগড়াছড়ি। দে‌শের সমতলাঞ্চল থেকে পাহা‌ড়ের আবহাওয়ার পার্থক্য থাক‌লেও হলুদ বরণ স‌রিষা ফু‌লের কোনো পার্থক্য নেই। যেন চোখ ধাঁধানো হলুদ সাম্রাজ্য। আঁকা বাঁকা আর উঁচু নিচু দুই পাহাড়ের পাদ‌দে‌শে আবাদ করা স‌রিষা ফুলের নজরকারা অপরূপ দৃশ্য দে‌খে যে কেউ নি‌জের অজা‌ন্তে হলু‌দের প্রকৃতিতে হা‌রি‌য়ে যা‌বে।

ঋতু বৈ‌চি‌ত্রের চ‌ক্রে সবু‌জের বুক ছিঁড়ে হলুদের সমারোহ যেন প্রকৃতির স্বর্গীয় আরেক রূপ। পাহা‌ড়ের কোল জুড়ে স‌রিষা ক্ষেত উত্ত‌রের মৃদু শীতল স‌মীর‌ণে ঢেউ খেলানো দৃশ্য যেন কাউ‌কে স্বাগত জানা‌তে হলুদ ফু‌লের ঢালা নিয়ে দাঁড়িয়ে আছে। ফুলের উপর বিভিন্ন প্রজাতির মৌমাছি, ভ্রমর, ফড়িংসহ নানা কিট-পতঙ্গ মধু সংগ্রহে সকাল থে‌কে সন্ধ্যা পর্যন্ত এক ফুল থে‌কে আরেক ফু‌লে উ‌ড়ে বেড়ানোর খেলায় মাতোয়ারা।

শীতের পড়ন্ত বিকেলে প‌শ্চিমাকা‌শে হে‌লেপড়া দিবাক‌রের সোনা‌লি কিরণে হলুদ ফুলে যখন উত্ত‌রের হাওয়া লাগে, তখন ফুলগুলো মাতাল করা দোল দিয়ে হলুদ তরঙ্গের জোয়ারে প্লাবিত করে প্রকৃতি প্রেমীদের হৃদয়। আকৃষ্ট করে নেয় দৃশ্য ও মুগ্ধতায়। শি‌শির ভেজা হাড় কাঁপানো শীতের সকাল বেলায় হলুদ ফুলের ডগায় ডগায় এবং পাপড়িজুড়ে মুক্তোর মতো ছোট ছোট শিশির বিন্দুগুলো আরো আকৃষ্ট ও মুগ্ধ করে কাছে টানে প্রকৃতি প্রেমীদের।

খাগড়াছড়ি জেলা সদরসহ বি‌ভিন্ন উপ‌জেলায় পাহা‌ড়ের কোল ঘে‌ষে মাঠে মাঠে হলুদ আভা ছড়িয়েছে সরিষা ক্ষেতগুলো। শীতের রিক্ততায় সরষে ফুলের হলুদ রঙ যেন প্রাণের স্পন্দন নিয়ে আসে। সরষে ক্ষেত পাহা‌ড়ের রূপকে আরো বেশি অপরূপ করে তুলেছে।

তৈল বীজ জা‌তীয় শস্য স‌রিষার আবাদ দিন দিন পাহা‌ড়ে বৃ‌দ্ধি পা‌চ্ছে। পাহা‌ড়ের মা‌টি ও আবহাওয়া অনুকূল, কৃ‌ষি বিভা‌গের প্রণোদনা, বীজ ও প্রদর্শনীসহ সা‌র্বিক সহ‌যো‌গিতা, বৈজ্ঞানিক পদ্ধ‌তিতে পতিত জ‌মি‌তে চাষাবা‌দের ফ‌লে অল্প সম‌য় ও খর‌চে বে‌শি লাভ হওয়ায় দিন দিন পাহা‌ড়ে স‌রিষা চাষে আগ্রহী হ‌চ্ছে প্রা‌ন্তিক চা‌ষিরা। এতে স্থানীয় তে‌লের চা‌হিদা মি‌টি‌য়ে বিদেশে রফতানি ক‌রে পাহা‌ড়ের প্রা‌ন্তিক চা‌ষিরা আর্থিকভাবে লাভবান হ‌চ্ছেন।

পানছ‌ড়ি উপ‌জেলার উল্টাছ‌ড়ি এলাকার কৃষক রোমান চাকমা ব‌লেন, পানছ‌ড়ি কৃ‌ষি অফিসের নি‌দের্শনা ও সহ‌যো‌গিতায় প‌তিত জ‌মি‌তে স‌রিষা চাষ ক‌রে ভা‌লো ফলন পে‌য়ে তি‌নি খুব খু‌শি। সবাই কম বেশি সরিষা চাষ ক‌রলে তেলের সংকট থাকবে না ব‌লে জানান তি‌নি।

দিঘীনালা উপজেলার বোয়ালখালী এলাকার স‌রিষা চা‌ষি লনডন চাকমা বলেন, স‌রিষা চাষ লাভজনক ফসল। গত বছর কৃ‌ষি অফিসের নি‌র্দেশনা মোতাবেক স‌রিষা চাষ ক‌রে ভা‌লো ফলন পে‌য়ে‌ছি। এ বছরও কৃ‌ষি অফিস থেকে বীজ ও সার পে‌য়ে স‌রিষা চাষ ক‌রে‌ছি। ত‌বে এবছর অসময়ে বৃ‌ষ্টির কার‌ণে কিছু নষ্ট হ‌য়ে‌ছে। ফ‌লে গত বছ‌রের তুলনায় ফলন কম হ‌তে পা‌রে।

গড়াছড়ির মাটিরাংগা পৌর এলাকার সরিষা চাষি আব্দুল মোতা‌লেব বলেন, উপসহকা‌রী কৃষি দেবা‌শীষ চাকমার অনু‌প্রেরণা ও সা‌র্বিক সহ‌যো‌গিতায় ধান ও সবজির পাশাপাশি কয়েক বছর ধ‌রে মৌসুমে সরিষা চাষ করি। কৃ‌ষি অ‌ফিস থেকে বীজসহ প্রয়োজনীয় উপকরণ প্রদা‌নে স‌রিষা চা‌ষে ভালোই লাভ হচ্ছে। এক বিঘা জমিতে সরিষা চাষ করতে সাত হাজার থেকে আট হাজার টাকা খরচ হয়। ফলন ভালো হলে বিঘাপ্রতি চার থেকে পাঁচ মণ সরিষা উৎপাদন সম্ভব। আর প্রতি মণ সরিষার মূল্য দুই হাজার আটশ থেকে তিন হাজার টাকা। মূলত সরিষা একটি তৈল বীজ জাতীয় অর্থকারী ফসল।

খাগড়াছ‌ড়ি জেলার উপসহকারী আব্দুল হাই বলেন, জেলার মা‌টি ও আবহাওয়া স‌রিষা চা‌ষের অনুকূলে র‌য়ে‌ছে। তাই অত্র জেলায় স‌রিষা চা‌ষের সম্ভাবনা র‌য়ে‌ছে। চল‌তি বছ‌রে জেলায় ৫০৫ হেক্টর জ‌মি‌তে স‌রিষা চাষ করা হ‌য়ে‌ছে। আগামী‌তে জেলায় আরো বে‌শি আশাবাদ ব্যক্ত ক‌রেন ‌তি‌নি।

আপনার মতামত লিখুন :

হিংসা-বিদ্বেষ ভুলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে

হিংসা-বিদ্বেষ ভুলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে

লজ্জাবতী বানর উদ্ধার করে অবমুক্ত

লজ্জাবতী বানর উদ্ধার করে অবমুক্ত

চিকিৎসা সেবায় পাশে দাঁড়ালো সেনাবাহিনী

চিকিৎসা সেবায় পাশে দাঁড়ালো সেনাবাহিনী

ভূমি সংস্কারে পার্বত্য চুক্তি বহুলাংশে স্বার্থক হবে

ভূমি সংস্কারে পার্বত্য চুক্তি বহুলাংশে স্বার্থক হবে

চুক্তি বাস্তবায়ন না করে অপতৎপরতা ব্যস্ত স্বার্থনীশি মহল

চুক্তি বাস্তবায়ন না করে অপতৎপরতা ব্যস্ত স্বার্থনীশি মহল

সামনে কঠিন সময় পার করতে হবে

সামনে কঠিন সময় পার করতে হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com