স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গুইমারা থানা পুলিশ। শনিবার (১৩ জানুয়ারী ২০২৪) গুইমারা থানাধীন হাফছড়ি ইউপির বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে মোঃ শফিকুল ইসলাম (৬০) এর বসত ঘর থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভীত্তিতে গুইমারা থানার এসআই(নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান কালে প্রাপ্ত ১ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত আসামী মোঃ শফিকুল ইসলাম(৬০) বড় পিলাক এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন জানান, আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ হবে। এ ধরনের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি গুইমারাকে মাদকমুক্ত করতে সকলের সহায়তা কামনা করেন।