প্রেস বিজ্ঞপ্তি:: ইউপিডিএফ (গনতান্ত্রিক) খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে পানছড়ি উপজেলার শরণার্থী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারী ২০২৪) সকাল ১০টায় মধুপুস্থ পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রসীতপন্থী ইউপিডিএফ’র জাতবিরোধী কর্মকান্ড, বিবিধ বিষয়ে আলোচনায় আনা হয়। স্থানীয়দের সচেতন থেকে এসব কর্মকাণ্ড,ষড়যন্ত্র প্রতিহত করতে হবে বলে এতে উল্লেখ করা হয়।
ইউপিডিএফ (গনতান্ত্রিক) খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আলোকময় চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিঠন চাকমা।
শরণার্থী কল্যান সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন খুলরাম চাকমা, উপায়ন চাকমা, সুনীল কান্তি চাকমা। বক্তারা পানছড়ি উপজেলায় প্রসীতপন্থী ইউপিডিএফ র হতকারী কর্মকান্ডের কারনে এলাকাবাসী দূর্ভোগের কথা তুলে ধরেন। পরে ইউপিডিএফ (গনতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমার বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি করা হয়।