স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জানুয়ারী২০২৪) উপজেলার গোমতি এলাকায় এ ঘটনা ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে আজ। সে গোমতি ইউপির ৭নং ওয়ার্ড তাকালমনি পাড়ার মতিন কুমার ত্রিপুরার মেয়ে ও বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা যায়।
বুধবার ১০ জানুয়ারী সকালে প্রতিদিনের মত স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরে না যাওয়ায় ১১ জানুয়ারী দুপুরের দিকে ভিকটিমের পিতা বাদি হয়ে নিখোঁজ ডায়রী করেছেন ।
গোমতি ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, ভিকটিমের বাবা জানিয়েছেন বুধবার সকালে স্কুলে ভর্তির কথা বলে তার মায়ের নিকট হতে টাকা নিয়ে স্কুলে যাওয়ার পর আর বাড়িতে ফিরে যায়নি। এছাড়াও এক মোটর সাইকেল চালকের সাথে তার প্রেমের সর্ম্পক্য রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মোটরসাইকেল চালাকের কাছে মেয়েটি আছে বলে ভিকটিমের বাবাকে জানানো হয়েছে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের পিতা মতিন কুমার ত্রিপুরা মাটিরাঙ্গা থানায় নিখোঁজ ডায়রী করেছেন। নিখোঁজের সন্ধানে পুলিশ কাজ করছে।