স্টাফ রিপাের্টার,রাঙামাটি:: রাঙামাটির কাপ্তাইয়ে পিডিবি প্রজেক্টের রাইটব্যাংক এলাকায় বিষপানে এক গৃহকর্মীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহকর্মী জোনাকি আক্তার (২০) কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর মিজান মিয়া প্রকাশ জাফরের মেয়ে।
জাফর জানান, তার বড় মেয়ে জোনাকি আক্তার ৪ মাস ধরে রাইটবাংক এলাকায় বসবাসরত ইলেকট্রিক মেকানিক ইব্রাহিম রানার বাসায় গৃহকর্মীর কাজ করত এবং সেখানেই থাকত।
গত ৫ জানুয়ারি সে রানার বাসায় বিষপান করে বলে ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে আমি জানতে পারি। ইব্রাহিম রানা বিষ পানের বিষয়টি আমাদের না জানিয়েই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে ৪ দিন পর মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরো বলেন, আমি আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার চাই।
ইউপি সদস্য আবুল হোসেন জানান, মেয়েটি কি ভাবে মারা গেছে আমি তা জানিনা। তবে শুনেছি বিষপান করেছে।
কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম জানান, পারিবারিক কলহের কারনে বিষপান করেছে বলে জানতে পারি। তদন্ত পূর্বক সঠিক বিষয় জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে একাধিকবার ইব্রাহীম রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।