খাগড়াছড়িতে নির্বাচনী প্রচারণায় কুজেন্দ্র লাল ত্রিপুরা
আল-মামুন:: বিএনপি-জামায়াত বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিলো মন্তব্য করে খাগড়াছড়ি নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন,দেশকে উন্নয়নের পথে নিয়ে গেছে আওয়ামীলীগ। বৃহস্পতিবার (৪ জানুয়ারী ২০২৪) খাগড়াছড়ির শাপলা চত্বরে প্রচারণার শেষ দিনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজের পথে বড় বাঁধা হয়ে দেশ বিরোধীরা। তারা দেশের উন্নয়ন চায় না। তারা হত্যার রাজনীতি করে বলেই বার বার অশান্তি সৃষ্টি করে যাচ্ছে। তাই শান্তি প্রতিষ্ঠার জন্য ৭জানুয়ারী নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান। এতে তিনি পাহাড়ে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চান বলে জানান পথসভায়।
বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, পাহাড়ে শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা, ব্রীজ, কালভার্ট, মডেল মসজিদ,বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরেন। “বিএনপি পাহাড়ে শান্তি চুক্তি নিয়ে ষড়যন্ত্র করেছে জানিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,জনমানুষের উন্নয়ন না করে জিয়া স্মৃতি সংসদ এর ভবন করেছে বিএনপি৷ যেখানে বর্তমানে গরু ঘুমায়। আর আওয়ামী লীগ করেছে কমিউনিটি ক্লিনিক, যেখানে মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছে”।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথো অং মারমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমা। এ সময় সংগঠনের সিনিয়র নেতারা এতে অংশ নেয়। এর আগে দলে দলে নেতাকর্মীরা স্লোগান স্লোগানে মুখোরিত করে পথসভায় অংশ নেন। পরে নির্বাচনী প্রচারণা করেন নেতাকর্মীরা।