নৌকার প্রচারণায় গোলাবাড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা
আল-মামুন:: “নির্বাচন আসলে ষড়যন্ত্রে মেতে উঠে বিএনপি-জামায়াতরা। তারা দেশের শান্তি চায়না বলেই অশান্তির নীল নকশার জাল বুনতে থাকেন”। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৪) বিকেলে খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নে নির্বাচনী পথসভায় নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এ কথা বলেন।
গঞ্জপাড়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞান রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন এর সঞ্চালনায় নির্বাচনী সভায় তিনি আরও বলেন, “বিএনপি পাহাড়ে শান্তি চুক্তি নিয়ে ষড়যন্ত্র করেছে। জনমানুষের উন্নয়ন না করে জিয়া স্মৃতি সংসদ এর ভবন করেছে৷ যেখানে এখন গরু ঘুমায়।
আর আওয়ামী লীগ করেছে কমিউনিটি ক্লিনিক, যেখানে মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছে”। এ সময় তিনি শান্তিপূর্ণ সহবস্থানের জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে আওয়ামীলীগের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নৌকায় ভোট চান এমপি প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান, সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম,সদর উপজেলা আওয়ামী লীগে সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ,জেলা যুব মহিলা লীগের বিউটি রাণী ত্রিপুরা, গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরাসহ সিনিয়র নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বিএনপির দুই হাজার নেতাকর্মী কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।