স্টাফ রিপাের্টার,রামগড়:: ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে দুই বাংলাদেশীকে আটক করেছে সেদেশের সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ। অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে বিএসএফ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে জানাগেছে। আটক দুই বাংলাদেশী হচ্ছে চট্টগ্রামের পটিয়ার জুয়েল ধর প্রকাশ জ্ঞান আত্মা (২৭) ও বোয়ালখালীর গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র সুব্রত ভট্টাচার্য্য(১৩)।
মঙ্গলবার (২ জানুয়ারী ২০২৪) রাতে তাদেরকে রামগড় সীমান্তের ওপারে সাব্রুমের বৈষ্ণবপুর এলাকায় আটক করে বিএসএফ। সীমান্তের ওপারের সূত্র জানায়, আটককৃতরা রামগড়ের সীমান্তবর্তী ছোটখেদা ও ওপারের আইল্যামারা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে বিএসএফ বৈষ্ণবপুরের টিলাবাড়ি নামক স্থান থেকে আটক করে সাব্রুম থানার পুলিশের কাছে সোপর্দ করে।
সাব্রুমে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বলেছেন, রামগড়ের নোমান নামে এক দালাল ১০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে সীমান্ত পার করে ভারতে পাঠায়। তারা আরও জানায়, কলকাতার বারাসাত যোগাশ্রমে যাওয়ার উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। জুয়েল ধর নামে ওই ব্যক্তিই মূলত: কিশোর সুব্রুত ভট্টাচার্য্যকে সেখানে নিয়ে যাচ্ছিল। পুলিশ তাদেরকে সাব্রুম আদালতে হাজির করলে আদালত কারাগারে প্রেরণ করেন।