স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতেও বছরের প্রথম দিনে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বই বিতরণ উৎসবে শীতের সকালে প্রথমেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এরপর আলোচনা সভা ও পরে বই বিতরণ করা হয়।
বই বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিণী ফারহানা আক্তার চৌধুরী। এ সময় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এ বছর জেলার সরকারি ও বেসরকারি মিলে ৭০৬ প্রাথমিক পর্যায়ের বিদ্যালয় ও ১৩০টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ছেলেমেয়েরা নতুন বই পাচ্ছে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪২৪ শিশুর মাঝে ৪ লাখ ৩০ হাজার ৩৬৭টি বই বিতরণের কথা রয়েছে।
এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৮৭ হাজার ২৪০ ছাত্রছাত্রী পাবে নতুন বই। এদিকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮ হাজার ২৯১ জন শিশু এবারও পাবে মাতৃভাষার বই।