স্টাফ রিপাের্টার:: উৎসব মুখর পরিবেশে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায়ও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বই উৎসব উদ্ভোধন করা হয়েছে। সোমবার (১লা জানুয়ারী ২০২৪) সকালে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন মাঠে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী।
শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তী বলেন,যদি একটি জাতি ও দেশ এগিয়ে যেতে চায়, তবে তার ভীত তৈরী হয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা থেকে। খেয়াল রাখতে হবে শিক্ষা যেন শিক্ষার্থীদের বোঝা হয়ে না দাড়ায়। শিক্ষা হতে হবে আনন্দময়। তবেই শিক্ষায় আবসে সফলতা। জ্ঞান অর্জনে পাঠ্য বইয়ের পাশাপাশি আউটার কারিকুলামের বই পড়ার অভ্যাস গড়ার জন্য পরামর্শ দেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আশরাফুল আলম সিরাজি, রিসোর্স ইনস্ট্রাকটর আসকর আলী, মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক ও শিক্ষার্থী অভিভাবকগণ। পরে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন এই কর্মকর্তা।