বিনোদন ডেস্ক:: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ নিয়ে উত্তেজনা সবসময় তুঙ্গে থাকে দর্শকের। চলছে বিগ বস-১৭ মৌসুম। এবার ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। বিগ বসের আসরে অসুস্থ হয়ে পড়লেন প্রতিযোগী আয়েশা খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সাধারণত ‘বিগ বস’-এর আসরের নিয়ম হলো এ বাড়িতে একবার ঢুকলে বের হওয়া যায় না। যতক্ষণ না দর্শকের বিচারে কেউ বাতিল হচ্ছেন খেলা থেকে। কিন্তু আয়েশা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে কিছুক্ষণের জন্য অনুমতি নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে।
আচমকা অজ্ঞান হয়ে পড়েছিলেন আয়েশা। তবে এখন তিনি সুস্থ আছেন। নানা ধরনের শারীরিক পরীক্ষাও করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর আবারও তাকে নিয়ে আসা হয় ‘বিগ বস’ বাড়িতে।
এদিকে এবারের মৌসুমে প্রতিযোগীদের মধ্যে আরও আলোচনায় আছেন অঙ্কিতা লোখন্ডে ও তার স্বামী ভিকি জৈন। ভরা আসরে অন্তরঙ্গ অবস্থায়ও ক্যামেরায় ধরা পড়েছিলেন তারা। এছাড়া বিচ্ছেদের হুমকি দিয়েও এসেছিলেন আলোচনায়।