প্রতিনিধি,গুইমারা:: নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে মৎস্য অধিদপ্তরাধীন অনুন্নয়ন (রাজস্ব) খাতের কার্প জাতীয় জাতীয় মাছের চাষ ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গুইমারায়।
শনিবার (৩০ ডিসেম্বর ২০২৩) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য অফিসার দীপন চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসার ডক্টর মোঃ আরিফ হোসেন।
প্রশিক্ষণে গুইমারা উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করে কার্প জাতীয় মাছ চাষের ব্যবস্হাপনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলার মৎস্য অফিসার।