স্টাফ রিপাের্টার,মাটিরাঙ্গা:: খাগড়াছড়ির মানিকছড়িতে চোলাইমদ ও মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা গোমতী এলাকার মোঃ আদম আলীর ছেলে মোঃ হেদায়েত(২৪ ) ও নতুনপাড়ার জামাল হোসেনের ছেলে মোঃ মনির হোসেন (২৩)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় মানিকছড়ির যোগ্যাছোলা এলাকা হতে তাদের আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা থেকে চট্রগ্রাম নেয়ার পথে ৩০ লিটার চোলাইমদ সহ মানিকছড়ির যোগ্যাছোলার গরমছড়ি হতে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন