শামীমা আক্তার রুমি,স্টাফ রিপাের্টার,গুইমারা:: খাগড়াছড়ির গুইমারা হাজাপাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গুইমারা ইউপি সদস্য মোঃ দিদারুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ২০২৩) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী,এছাড়াও উপজেলা আওয়ামীলীগের নেতা শাহ আলম, গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীলসহ স্থানীয় গণ্যমান্যরা এতে অংশ নেন।
সমাবেশে অভিভাবকরা বলেন, হাজাপাড়া একটি দারিদ্র এলাকা হওয়ার কারনে এখানে ছেলে মেয়েদের সদরে কিংবা ভালো কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করা সম্ভব হয়না। এই এলাকায় মাদ্রাসাটি হওয়ায় উপকার হয়েছে। শুরু থেকেই মাদ্রসাটির শিক্ষার মান ভালো এবং ভবিষ্যতে প্রশাসনের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরো উন্নয়ন হবে বলে মনে করেন তারা।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, আমি গুইমারায় যোগদান করেছে বেশিদিন হয়নি। এখনো বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। যেখানে যেখানে সহযোগিতা ও উন্নয়ন মূলক কাজ করার প্রয়োজন সেখানে করা হবে। পরে, মাদ্রাসাটি পরিদর্শনের জন্য আগামীতেও আসবেন বলেন জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বলেন, “আজকের শিশু আগামীদের ভবিষ্যৎ”। ২০৪১ সালে এই শিশুদের মধ্যেই কেউ উচ্চ শিক্ষা গ্রহণ করে উচ্চ প্রদস্থ কর্মকর্তা হয়ে এলাকার সুনাম বয়ে আনবে। বর্তমান সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এই মাদ্রাসাটির উপর আমার সু-দৃষ্টি থাকবে।