ডেস্ক রিপোর্ট:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নিজ বাড়ির বাথরুম থেকে তাকে ঝুলন্ত উদ্ধার করে পরিবারের লোকজন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃত রাজন কুমার (৪৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মী ছিলেন। তিনি নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় থাকতেন। নিহতের পরিবারের সদস্যদের দাবি, দাদন কারবারি ও এনজিও’র ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।
রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, ‘পরিবারের লোকজন রাজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন নাকি অন্যভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন