কাঠ পোঁড়ানোর দায়ে
স্টাফ রিপোর্টার:: কাঠ পোঁড়ানোর দায়ে খাগড়াছড়ি সদরের কমলছড়ির দুই ইট ভাটায় অভিযান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন।
সোমবার (৪ঠা ডিসেম্বর ২০২৩) সকালে অভিযানে অবৈধ ভাবে জ্বালানী হিসেবে বনের কাঠ পোঁড়ানোর দায়ে খাগড়াছড়ি জেলা সদর উপজেলার কমলছড়ি এলাকার মেসার্স এবিসি ইটভাটার মালিক মোঃ লাতু এবং আরশি ইটভাটার মালিক মোঃ হারুন মিয়ার ইট ভাটায় দুই ইটভাটার মালিককে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে দু’জনকে ১ লক্ষ টাকা অর্থ দণ্ড দেওয়া হয়।

এ সময় জব্দ করা হয় কাঠ। জব্দকৃত এসব কাঠ স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে নিলামের মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সূত্র।
বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। তিনি জানান, ইটভাটায় জ্বালানী হিসেবে কাঠ পোঁড়ানোর ফলে দুই ইটভাটাকে সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবেও তিনি জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন