প্রতিনিধি,বান্দরবান:: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বান্দরবান জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুছকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলটি শনিবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে আন্দোলনে থাকা বিএনপির সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের কেউ কেউ সাবেক সংসদ সদস্যও। ইতোমধ্যে বিএনপি এমন ১৪ জন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকে বহিষ্কার করেছে।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ৩০ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এসব নেতাকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে আটজন কেন্দ্রীয় নেতা, বাকি ছয়জন জেলা ও উপজেলা পর্যায়ের।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিভিন্ন সময় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের কথা জানিয়েছেন। দলীয় নির্দেশনা না মানা এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।