স্টাফ রিপোর্টার:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি আসনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাছাই প্রক্রিয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
সাত জনের মধ্যে ৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে সাধারণ ভোটারের দেয়া তথ্যে ভুল তথ্য দেয়ায় স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার প্রার্থীতা বাতিল করা হয়েছে। সমীর দত্ত চাকমা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। এছাড়াও তথ্য অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ কংগ্রেস এর হাবীবুর রহমান প্রার্থীতা বাতিল করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা,জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা,জাকের পার্টির প্রার্থী মো. হোসেন ও ন্যাশনাল পিপলসের মো. মোস্তফা।
রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান জানান,মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী সমীর দত্ত চাকমার বিরুদ্ধে ভোটারের স্বাক্ষর জালসহ বিভিন্ন অভিযোগ তোলেন নৌকার মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থিত লোকজন, এছাড়াও বাংলাদেশ কংগ্রেস এর হাবীবুর রহমান এর তথ্য অসম্পূর্ণ থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়।
এ সময় জেলা নির্বাচন কমিশনার, ব্যাংক কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তাসহ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে,স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমা মনোনয়ন বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন সাংবাদিকদের।