স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারায় চালবর্তী ট্রাকে দুর্বত্তের অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ ট্রাক হেলফার ও মাটিরাঙ্গা ৪নং পৌর ওয়ার্ড শ্রমিক লীগ সাবেক সভাপতি বেলাল হোসেনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগ।
রবিবার (৩ ডিসেম্বর ২০২৩) বিকালে মাটিরাঙার তবলছড়ি সড়কের মুক্তিযোদ্ধা প্রজন্ম চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। মাটিরাঙা উপজেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীেগর সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ,জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও মানিকছড়ি উপজলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন প্রমুখ।
গত ২৬ নভেম্বর রাতে গুইমারায় সরকারি চালের ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় অগ্নি দগ্ধ ট্রাক হেলপার মো. বেলাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনি মারা যান। তিনি মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম মধ্যপাড়ার স্থানীয় জাহিদুল হকের ছেলে।
সমাবেশে বক্তারা বেলাল হোসেন মৃত্যুতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আগামী ৭ জানুয়ারী নির্ববাচনকে বানচাল করতে ষড়যন্ত্র করছে জামাত বিএনপি। সারাদেশে অগ্নি সন্ত্রাসে মেতে উঠেছে তারা। আগামী ৪দিনের মধ্যে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনা না হলে আগামিতে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন বক্তরা।
এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকা মার্কায় ভোট দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ কারার আহবান জানান বক্তারা। এসময় জেলা ,উপজলাা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।