প্রতিনিধি,বান্দরবান:: বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ডিসেম্বর) সকালে সম্প্রীতির শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে স্থানীয় রাজার মাঠে গিয়ে শেষ হয়। পরে রাজার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যৌথ উদ্যোগে এ আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান সেনা রিজিয়ন।এছাড়াও শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষে সকাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও শীত বন্ত্র বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তচঙ্গ্যা।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ, সদর জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার সৈকত শাহিন, জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুদ বিল্লাহ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য সিইং মুরু, পৌর মেয়র মো. শামসুল ইসলাম প্রমুখ।