প্রতিনিধি,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অতর্কিত ভাবে হামলা চালিয়ে যাত্রীবাহী বাস,প্রাইভেট কারসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর ২০২৩) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের বাইল্যাছড়ি যৌথখামার এলাকায় এ ভাংচুরের ঘটনা ঘটে।
গাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কমল ধর একটি বাসে অতর্কিত হামলার কথা স্বীকার করেছেন।
প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই ৫০-৬০ জন লোক লাঠিসোঁটা নিয়ে সড়কে গাড়ি থামিয়ে ভাংচুর শুরু করে। প্রাইভেট কার, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ভাংচুরের স্বীকার হয়। এসময় যাত্রীবাহী বাসের কাচ ভেঙে এক নারী যাত্রী আহত হয়।
হামলার পরপরই ক্ষতিগ্রস্ত গাড়িগুলো পুলিশের পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। সড়কের নিরাপত্তায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।