স্টাফ রিপাের্টার:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে জাতীয় পার্টির (জাপার) মনোনয়ন পেয়েছেন পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. সোলায়মান আলম শেঠ।
এ নিয়ে তৃতীয় মেয়াদে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে দশম ও একাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনেও খাগড়াছড়ি আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। খাগড়াছড়ি ২৯৮নং আসনে জয়ের আশা নিয়ে তিনি নির্বাচন করলেও তেমন একটা ভালো ফলাফল আসেনি।
ফলে জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন ২ হাজার ৩৪৩ এবং জামানত হয়েছিল বাজেয়াপ্ত। সে সাথে দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি খাগড়াছড়ি আসনে প্রতিদ্বন্দিতা করে জামাত হারিয়েছিলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ বলে জানিয়েছে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্র।
ফলে গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন। তার মধ্যে প্রায় অর্ধেক ভোটার উপজাতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ৪১ হাজার ৭৪৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৫২৪ এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ২১৯ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন।