স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে বিদেশী সিগারেট সহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় সিগােরট বহণকৃত ট্রাকসহ অর্ধ কোটি টাকার ভারতীয় ব্রান্ডের বিপুল সিগারেট জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০২৩) সকালে জেলা শহরের চেঙ্গি স্কয়ার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত দুজন হচ্ছে,চট্টগ্রামের সাতকানিয়র আবুল কাশেমের ছেলে ট্রাক চালক মোঃ জামাল (৩৮) ও বাঁশখালীর মৃত নুর নবীর ছেলে হেলপার মোঃ ইয়াসিন (৩১)। বেলা দুইটায় এক প্রেস কনফারেন্সের মাধমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুক্তা ধর।
তিনি জানান,গোপন সংবাদের বিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সকাল ৮ টার দিকে জেলা সদরের চেঙ্গি স্কয়ার এলাকা হতে ড্রাম ট্রাক (চট্ট-মেট্রো-শ ১১-৩২০০) তল্লাশি করে উনিশ শত কার্টুন বিদেশী সিগারেট সহ ট্টাকটি জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত সিগারেট চট্টগ্রামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে আটককৃতরা।