প্রতিনিধি,খাগড়াছড়ি:: “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষা প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ভূমিকা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর ২০২৩) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রি অমল কান্তি দাশের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ কবির সোহাগ,অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাব উদ্দিনসহ প্রশিক্ষণার্থী-শিক্ষার্থী এতে অংশ নেয় ।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন