স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির ব্যবসায়ী সফিকুল ইসলাম রাসেলের(২৭) মুক্তির দাবীতে আগামীকাল (মঙ্গলবার) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে রাসেল মুক্তি পরিষদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সাথে আগামী বুধবার রাসেলের মুক্তির দাবীতে খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি পালন করবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সকালে সংগঠনটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই ঘোষনা দেয়া হয়। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,জেলা কমিটির সদস্য সচিব এসএম মাসুম রানা, আসাদ উল্লাহ প্রমুখ। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
গত ৯ নভেম্বর বাগান দেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হন ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেল। পরে মুঠোফোনে রাসেলের মুক্তিপণ দাবী করা হয়। দাবীকৃত টাকা পরিশোধ করা হলেও এখনো তাকে মুক্তি দেয়া হয়নি।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন