খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন
আল-মামুন:: খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে নেতৃত্বের ভাগ্য নির্ধারণের সময় আজ। শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সকাল ৯টা থেকে প্রার্থী ও ভোটারদের উৎসব মুখোর পরিবেশে চলছে নির্বাচনী ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রার্থীরা জয়ে যেমন তাদের ভোট বক্সে তাদের কাঙ্খিত ভোটের সংখ্যা বাড়াতে সক্রিয় তেমনি ভোটাররাও আগ্রহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগে বেশ উৎসাহি। সমিতির কার্যালয়ে দুটি বুথে ব্যালটের মাধ্যমে প্রার্থী,এজেন্ট পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে উৎসব-উদ্দীপনায় মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। দুর-দুরান্ত থেকে এসে ভোটাররা তাদের ভোট দিতে পেরে বেশ আনন্দিত।
সকাল ১০টার আরো পরে সংগঠনটির উপদেষ্টা খাগড়াছড়ির সংসদ সদস্য ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা নিজ ভোট প্রদান করেন। এর আগে একে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতা দিদারুল আলম দিদার,শওকত উল ইসলাম,জসিম উদ্দিনসহ প্রার্থীরা তাদের ভোট দিতে দেখা যায়।
দীর্ঘ প্রতিক্ষার প্রহরের অবসান ঘটনাতে তাই নির্ধারিত সময় শেষে বিকেল ৪টার পর ভোটারদের নেতা নির্ধারনের ফলেই প্রকাশ পাবে তারা নেতা চান কাকে। এতে সভাপতি পদে ১ জন,সহ-সভাপতি পদে ১ জন,সাধারন সম্পাদক ১ জন,সহ-সাধারন সম্পাদক ১জন,দপ্তর সম্পাদক ১জন,কোষাধ্যক্ষ ১জন ও ৩ কার্য-নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছে ২১ জন প্রার্থী। তালিকা অনুযায়ী ২১ প্রার্থীর বিপরীতে ত্রিবার্ষিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে ১৬৫ জন ভোটার।
সংগঠনটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩ এর ভোটে-সভাপতি পদে (চেয়ার) প্রতীকে হাজ্বী মো: কাশেম,(ছাতা) নিয়ে কামাল হোসেন ও (আনারস) প্রতিকে কাজী মিজানুর রহমান। সহ-সভাপতি পদে- (বটগাছ) প্রতিকে দীন মোহাম্মদ, (হরিণ) প্রতীকে মিলন ফরাজী। সাধারন সম্পাদক পদে (গোলাপ ফুল) প্রতিকে মনির হোসেন, (দোয়াত কলম) প্রতিকে জাহাঙ্গীর আলম,(উড়ো জাহাজ) প্রতিকে মজিবুর রহমান প্রার্থী হলেও সম্প্রতি সাধারন সম্পাদক প্রার্থী মনির হোসেনকে সমর্থন দেন। ফলে ফলে সাধার সম্পাদক পদে থাকছে দুইজন প্রার্থী।
সহ-সাধারন সম্পাদক পদে- (নলকুপ) প্রতিকে জসিম উদ্দিন ও (চশমা) প্রতিকে বখতিয়ার উদ্দিন চৌধুরী। দপ্তর সম্পাদক পদে-(বই) প্রতিকে নজরুল ইসলাম ও (মাছ) প্রতিকে নূর নবী। কোষাধ্যক্ষ পদে- (দেওয়াল ঘড়ি) প্রতিকে আবুল কালাম ভূইয়া, (ফুটবল) প্রতিকে মো: মোস্তফা। কার্য নির্বাহী সদস্য পদে- (টেবিল ফ্যান) প্রতিকে আবদুর রহমান, (টেলিভিশন) প্রতিকে আবদুল জব্বার, (দোয়েল পাখি) প্রতিকে উত্তম দে রনি, (মোবাইল ফোন) প্রতিকে হাজী খোরশেদ আলম, (হাতপাখা) প্রতিকে জামাল উদ্দিন,(বাঘ) প্রতিকে পংকজ বড়ুয়া এবং (কলসি) প্রতিকে রফিক উদ্দিন সিদ্দিকী প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছে।
“খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করবে খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহির উদ্দিন,এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে হিল্টন ত্রিপুরা ও থৈইউপ্রু মগ দায়িত্ব পালন করছে বলে সংগঠন সূত্র জানায়।