স্টাফ রিপাের্টার,মাটিরাঙা:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো: সাকিব(১৯) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে পেশায় মোটর সাইকেল চালক। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমতলী ইউপির ৬নং ওয়ার্ড রহিম সর্দারপাড়ায় এ ঘটনা ঘটে। সাকিব স্থানীয় কালু মিয়া ছেলে।
নিহতের বড় বোনের স্বামী আব্দুল জলিল জানান, সাকিব প্রতিদিনের মত বুধবার বিকালে এলাকার আলী নোয়াজের চা দোকানে যায়। রাতে বাড়িতে না ফিরলে অনেক খোঁজাখুঁজির পর রাত ৩টার দিকে পুরান বাড়ির আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী বিধি মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহনে করা হবে।
নিহতের জেঠা মো: হানিফ জানান,দুই ভাই এক বোনে মধ্যে সাবিক সবার ছোট। দেড় মাস আগে তার বিয়ে হয়। সংসার নিয়ে সুখেই ছিল। কি কারণে আত্মহত্যা করেছে তা জানিনা।