আল-মামুন:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে খাগড়াছড়িতে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এর দেওয়া ভাষণ ও তফসিল ঘোষণার পর এ আনন্দ শোভাযাত্রা করে।
খাগড়াছড়ি নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে উৎসব মুখোর পরিবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা স্লোগানে স্লোগানে মুখোরিত করে তোলে দলীয় নেতাকর্মীরা।
এতে আনন্দঘন পরিবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলমসহ সিনিয়র নেতারা অংশ নেয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি (রোববার)। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে। একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।