স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি দক্ষিণ গোলাবাড়ী স্বপ্নমোহন কারবারী পাড়া থেকে বেটারী চালিত অটো (টমটম) চালক সুজন ত্রিপুরার গলাকাটা মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ী মাটিরাঙ্গা তবলছড়ি এলাকায় বলে জানা গেছে। শনিবার (১১ নভেম্বর ২০২৩) দুপুর আড়াই টার দিকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এলাকাবাসী মৃত দেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কি কারনে কে বা কাহারা তাকে হত্যা করেছে জানাতে পারেনি পুলিশ।
খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভির হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কে বা কাহারা কি কারনে খুন করেছে জানা যায়নি। তবে খুনিদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করার চেষ্টা চলছে।