স্টাফ রিপাের্টার,রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির ও বিএনপির নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধের প্রত্যয় নিয়ে যুবলীগের শত শত নেতা-কর্মী স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শনিবারের(১১ নভেম্বর) এ প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে।
এসব কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিভাস্কর্য চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা , কেক কাটা, আলোচনা সভা ইত্যাদি।
শনিবার সকাল ১১টায় রামগড় উপজেলা পরিষদ এলাকার লেকপার্কে বিজয় ভাস্কার্য চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতৃবৃন্দ। পরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকপার্কের বিজয় ভাস্কর্য চত্বরের আলোচনাসভাস্থলে এসে সমাপ্ত হয়।
পরে বিজয় ভাস্কর্য বেদিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি মো. আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা হোসেন।
অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম মজুমদার,রামগড় পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা মো. শামীম,যুবলীগ নেতা মো. শামছুদ্দিন মিলন,সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহ আলম,রামগড় ইউপির মেম্বারদের পক্ষ থেকে মো. সালাহ উদ্দিন,পাতাছড়া ইউপির মেম্বার ইমাম হোসেন বাবুল ও স্বাগত বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার ফারুক।
পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র কাজী আবুল বশর, কাউন্সিলর আহসান উল্যাহ, শ্যামল ত্রিপুরা, জিয়া উদ্দিনসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।