স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রামগড় পৌরসভার ফরেনার্স চেকপোষ্টের সামনে থেকে তাকে মঙ্গলবার (৭ নভেম্বর মধ্যরাতে) তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,নিয়মিত চেকপোষ্ট ডিউটিকালে রাতে রামগড় ফরেনার্স চেকপোষ্টের সামনে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় খাগড়াছড়ি হতে ফেনীগামী এ্যাম্বুল্যান্সে ১২৫লিটার চোলাই মদসহ মোঃ ইমন হোসেন হৃদয় (২১) মোঃ ফরিদুল ইসলাম মেহেদী (২৫) কে আটক করা হয়। মাদক বহনকারি এম্বুল্যান্সটি (চট্টমেট্রো – ০২ -১৪১৩ ) টি জব্দ করা হয়। আটকৃতরা উভয় খাগড়াছড়ি পৌর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আটকৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখাতে মাদক ও চোরাকারবারিসহ যে কোন অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে।