আল-মামুন:: খাগড়াছড়িতে আটক আতঙ্ক বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এরই মধ্যে ৫ শীর্ষ নেতাকর্মী আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা থাকায় আটক করা কথা বলা হলেও রাজনৈতিক কারণে তাদের ধর-পাকড় করা হচ্ছে বলে অভিযোগ বিএনপির।
পুলিশি অভিযানে খাগড়াছড়িতে জেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ পাঁচ নেতাকর্মী আটক হয়। রোববার (৫ নভেম্বর ২০২৩) সন্ধ্যায় শহরের কলাবাগান এলাকায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসা এবং আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মরিয়ম বিবি, সহদপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু, জেলা যুবদলের সভাপতি মাহবাবুল আলম, জেলা যুবদল সহসম্পাদক নিয়াজ মোহম্মদ ও যুব দলের সদস্য মো. আবির। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
এদিকে, ঘোষিত অবরোধের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল, সড়কে আগুন, ইট-পাটকেল ছুঁড়ে পিকেটিং করেছে বিএনপি নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে শহরের আলুটিলা এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এরআগে ভোরে মাটিরাঙ্গা বাজারে সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন সমর্থকরা। জালিয়া পাড়া-রামগড় সড়কে গাছ ফেলে ব্যারিকেড, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৮ মাইল এলাকায় ট্রাক, বাস ও সিএনজি চলাচলে বাঁধা দেয় পিকেটাররা। এছাড়াও সম্প্রতি খাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় কাল হয়ে দাড়িয়েছে বিএনপির জন্য।