স্টাফ রিপাের্টার:: পানছড়িতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। আটককৃত মোঃ সোহেল (৩২) পানছড়ি উপজেলার উল্টাছড়ির মোল্লাপাড়ার বাসিন্দা মৃত বাবুল হোসেন এর ছেলে।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৫ নভেম্বর ২০২৩) রাতে পানছড়ি থানাধীন ৫নং উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়াস্থ কবর স্থানের দক্ষিন পার্শ্বের পানছড়ি-তবলছড়ি সড়ক থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। এসআই (নিঃ) সৈয়দ ছানাউল্লাহসহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় এ অভিযানে অংশ নেয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু হয়েছে। আটক আসামী সোহেল এর ১টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে বলে তিনি জানান।