স্টাফ রিপাের্টার,মানিকছড়ি:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাহাড় কাটার অপরাধে দুজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্য একজনকে এক মাসের কারাদণ্ড এবং অপরজনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এ সময়।
নির্ভরযোগ্য সূত্রে জানান, উপজেলায় ইদানিং পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানে জরিমানা স্বত্তেও একশ্রেণীর মাটি খেকো চক্র রাতের বেলা ধুমসে পে-লোডার দিয়ে যত্রতত্র উঁচু পাহাড় কেটে সাবাড় করছে! ফলে ৫ নভেম্বর রোববার দুপুরে উপজেলার মুসলিম পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি)।
এসময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত মো. আব্দুল হাই (৩৪) কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধে শাস্তির আওতায় ধারা ১৫(৪)নং এ দোষী সাব্যস্ত করে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা করা হয় এবং একই অপরাধে মো. মনির হোসেন ভূঁইয়া(৪৩)কে ৮০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহীনা নাছরিন বলেন, অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার বিষয়ে প্রশাসনের জিরো টলারেন্স নীতি। কাউকে বেআইনী কাজ করতে দেয়া হবে না। তারই সূত্র ধরে আজও পাহাড় কাটার দায়ে অভিযুক্ত দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।