ডেস্ক রিপাের্ট:: খাগড়াছড়িতে জেলায় প্রায় সাড়ে তিন কোটি টাকার সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রোববার (০৫ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ির খবং পড়িয়া এলাকায় ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভা কাজটি বাস্তবায়ন করছে। তিন কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে প্রায় দুই কিলোমিটার ড্রেনেজসহ সড়ক নির্মাণ করা হবে।
এ সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, কাউন্সিলর অতিশ চাকমা, পরিমল দেবনাথসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।