দীঘিনালায় বন বিহারের ২দিনব্যাপি কঠিন চীবরদান উৎসবে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
মো: সোহেল রানা,দীঘিনালা:: অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধের শ্রেষ্ঠবাণী ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার সর্বচেয়ে বড় বিহার দীঘিনালা বন বিহার এর ২দিনব্যাপি দানোত্তম কঠিন চীরবদান উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩নভেম্বর ২০২৩) সকালে দীঘিনারা বন বিহারের আয়োজনে দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠানে দীঘিনালা বন বিহারের ভান্থে শুভ বর্ধন মহাস্থবির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদার) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, গৌতম বুদ্ধে চিরন্তর বাণী অহিংসা পরম ধর্ম্মবাণী ধারন করে জীবনে পূর্নবান হওয়া যায়। সকল ধর্মের বানী মানুষের মঙ্গলের জন্য কোন ধর্মে নাই মানুষ হত্যা করা। ধর্মীয় শিক্ষা নিয়ে জীবন গড়তে হবে। একই সাথে মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলতে হবে। হিংসা বিধেষ হানাহানি ভুলে মানুষের কল্যানে কাজ করতে হবে। ধর্মীগুরুদের বানী মনযোগ দিয়ে শুনতে হবে এবং মনে প্রাণে ধারন করে হবে পূর্নবান হতে হলে।
এতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এ্যাড.আশুতোষ চাকমা,জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, দীঘিনালা সরকারী ডিগ্রী কলেজ‘র উপ-অধ্যক্ষ তরুন কান্তি চাকমা,দীঘিনালা বন বিহারের সভাপতি হেমান্ত প্রসাদ চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান চাকমা, বন বিহারের অর্থ সম্পাদক জ্যোতি দেওয়ান প্রমুখ।
এতে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে হাজার হাজার পূর্ণার্থী নারী-পুরুষ(উপসক-উপসীকা)দীঘিনালা বন বিহারের দানোত্তম কঠিন চীবরদান ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়। এতে ধর্মদের্শনা পাঠ করেন সত্যমত্রি মহাস্থবির, ধীনমতি স্থবির, শ্রদ্ধরত্ন ভাস্থে, বুদ্ধ বংশ ভান্তে ও দীঘিনালা বন বিহারের ভান্থে শুভ বর্ধন মহাস্থবির। সন্ধাায় হাজার মোমবাতি ও ফানুস জ্বালিয়ে জাতীর ও দেশে মঙ্গল কামনা করা হবে। উল্লেখ্য গত ২নভেম্বর দীঘিনালা বন বিহারের দানোত্তম কঠিন চীবরদান উৎসব শুরু হয়।