আল-মামুন:: “খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” নির্বাচনে কে কোন পদে প্রার্থী। এ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দ্বীতার মাঠে আলোচনার কেন্দুবিন্দুতে পরিণত হয়েছে এরই মধ্যে।
ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক এ নির্বাচন-২০২৩ সালের প্রতিষ্ঠানটির এবারের সভাপতি পদে ১ জন,সহ-সভাপতি পদে ১ জন,সাধারন সম্পাদক ১ জন,সহ-সাধারন সম্পাদক ১জন,দপ্তর সম্পাদক ১জন,কোষাধ্যক্ষ ১জন ও ৩ কার্য-নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতার মাঠে বৈধ প্রার্থীর সংখ্যা ২১ জন।
প্রাথমিক খসড়া তালিকা অনুযায়ী ২১ প্রার্থীর বিপরীতে ত্রিবার্ষিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে ১৬৫ জন ভোটার। ফলে ভোটে নির্বাচিতরা নেতৃত্ব দিবে “খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর। কে আসছে নেতৃত্ব দিতে আর কেই বা হচ্ছে খাগড়াছড়ির শীর্ষ এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃত্বের কর্ণধার তা দেখা এখন ভোটের দিনের পালা।
ভোটের লড়াইয়ে সভাপতি পদে-হাজ্বী মো: কাশেম,কামাল হোসেন ও কাজী মিজানুর রহমান। সহ-সভাপতি পদে-দীন মোহাম্মদ,মিলন ফরাজী,সাধারন সম্পাদক পদে-মনির হোসেন,মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম।
সহ-সাধারন সম্পাদক পদে-জসিম উদ্দিন ও বখতিয়ার উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে-নজরুল ইসলাম ও নূর নবী,কোষাধ্যক্ষ পদে-আবুল কালাম ভূইয়া,মো: মোস্তফা এবং কার্য নির্বাহী সদস্য পদে- আবদুর রহমান,আবদুল জব্বার, উত্তম দে রনি,হাজী খোরশেদ আলম,জামাল উদ্দিন,পংকজ বড়ুয়া এবং রফিক উদ্দিন ছিদ্দিকী প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছে।
“খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করবে খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহির উদ্দিন,এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে হিল্টন ত্রিপুরা ও থৈইউপ্রু মগ দায়িত্ব পালন করবে এ নির্বাচনে।
উল্লেখ যে, এ নির্বাচনে চলতি বছরের ১৭,১৮,১৯ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ,জমা ২২ অক্টোবর,বাছাই ২৩ অক্টোবর, ৭ নভেম্বর প্রত্যাহার,৮ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৮ নভেম্বর ভোট গ্রহণের নির্ধারন করা আছে বলে সংগঠনটির অফিস সূত্র জানায়।