স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়িতে বিদেশী সিগারেটসহ সাইফুল ইসলাম (২২) ও মোঃ ফজর আলী (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩) রাতে মানিকছড়ির যোগ্যাছোলা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
সাইফুল চট্টগ্রাম জেলার সাতকানিয়া এলকার হাফেজ আহাম্মদের ছেলে এবং ফজর আলী খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ির আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ির যোগ্যাছোলার গরমছড়ি এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে ১৫০ কার্টন বিদেশী সিগারেট সহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখাতে মাদক ও চোরাকারবারি সহ যে কোন অপতৎপরতা রোধে তৎপর রয়েছে পুলিশ।