সব
facebook raytahost.com
প্রশাসনের মহড়া,অবরোধের তৃতীয় দিনেও স্বাভাবিক জনজীবন | Protidiner Khagrachari

প্রশাসনের মহড়া,অবরোধের তৃতীয় দিনেও স্বাভাবিক জনজীবন

প্রশাসনের মহড়া,অবরোধের তৃতীয় দিনেও স্বাভাবিক জনজীবন

আল-মামুন:: অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়িতে জনজীবন ছিলো স্বাভাবিক। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা শহরে মহড়া দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (২ নভেম্বর ২০২৩) সকাল ১০টার পর খাগড়াছড়ি জেলা শহর পরিদর্শন ও পর্যবেক্ষণে মাঠে ছিলো খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর। সাথে ছিলো আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্যানরা।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন প্রশাসনের সমন্বয়ে জেলা শহরের ভাঙাব্রীজ,শাপলা চত্বর,বাস টার্মিনাল,স্বনির্ভর থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন। অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়িতে দুর পাল্লার যাত্রীবাহি বাস চলাচল না করলেও কাঁচামালের ট্রাক,আন্ত:জেলা সড়কে অভ্যন্তরীন গাড়ী চলাচল স্বাভাবিক ছিলো।

তবে তৃতীয় দিনের অবরোধে রাস্তায় পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। সর্তক অবস্থানে মাঠে সরব উপস্থিতি ছিলো খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের। ফলে স্বাভাবিক ভাবে যান বাহন চলাচল,জনজীবনে অবরোধের তেমন কোন প্রভাব পড়েনি।

এদিকে পুলিশের পক্ষ থেকে অবরোধের অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ মাঠে অতিরিক্ত সর্তকতা লক্ষ করা গেছে। জেলা শহরসহ উপজেলাগুলোতে মোটর সাইকেল,টমটম ও সিএনজিসহ ছোট পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে পরিবহন চলাচলের সংখ্যাও। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে ঢিলেঢালা ভাবে প্রভাবহীন সড়ক অবরোধ বলাচলে বিএনপির।

প্রশাসনের মহড়াকালে খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, অবরোধের তৃতীয় দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ,বিজিবির সমন্বয়ে যৌথ টহল অব্যাহত রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। খাগড়াছড়ি জেলা ও ৯ উপজেলায় পুলিশের পাশাপাশি ৫ শতাধিক আনসার সদস্যও মোতায়েন রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। এতে জনগনের জীবন যাত্রার মান স্বাভাবিক থাকবে বলে তিনি জানান।

অবরোধের পরিস্থিতি ও সার্বিক বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, অবরোধ হলেও স্বাভাবিক নিয়মেই সব স্বচল রয়েছে। আঞ্চলিক সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোন ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। সবাই মিলে সম্মনিতভাবে নাশকতারোধে তৎপর আছে প্রশাসন। কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

আপনার মতামত লিখুন :

এমএন লারমার মৃত্যু বার্ষিকীতে শোক র‌্যালী,স্মরণ সভা

এমএন লারমার মৃত্যু বার্ষিকীতে শোক র‌্যালী,স্মরণ সভা

অবৈধ কাঁচা ইট ধ্বংস করলো ইউএনও

অবৈধ কাঁচা ইট ধ্বংস করলো ইউএনও

এমএন লারমা ছিলো জুম্ম জাতির মুক্তির প্রতীক

এমএন লারমা ছিলো জুম্ম জাতির মুক্তির প্রতীক

এমএন লারমার মৃত্যু বার্ষিকী পালন

এমএন লারমার মৃত্যু বার্ষিকী পালন

আসামি পালানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আসামি পালানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

সংগঠন মানেই ঐক্যবদ্ধ শক্তি

সংগঠন মানেই ঐক্যবদ্ধ শক্তি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com