ডেস্ক রিপাের্ট:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনে ৩০০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১ নভেম্বর ২০২৩) সিইসিসহ চার নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির খাস কামড়ায় তাঁর সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান।
এর আগে দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে যান তারা। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচনের পূর্বে ও পরে অধস্তন আদালতের বিচারকদের ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনের জন্য ৩০০ জন বিচারক চান।
এ সময় প্রধান বিচারপতি বিচারক চাওয়ার এ আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেন। সেই সঙ্গে জানান, পরবর্তীতে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে পাঠালে এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে সেটি আবার আইন মন্ত্রণালয়ে পাঠাবে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি নির্বাচনকালীন সময়ে তিন দিন দায়িত্ব পালন করে। ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের সুরাহা করে থাকেন তারা। একজন যুগ্ম জেলা জজ এই ইনকোয়ারি কমিটির নেতৃত্ব দিয়ে থাকেন। সাক্ষাতে সে বিষয়েও সহযোগিতা চেয়েছেন সিইসি।