স্টাফ রিপাের্টার,মাটিরাঙ্গা:: মুক্তিযোদ্ধা সন্তান ও পুলিশ সদস্য আমিরুল ইসলাম হত্যা ও দেশব্যাপী বিএনপি জামাতের অবরোধের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন করেছে সমম্মিলিত বীর মুক্তিযোদ্ধা ও পৌর সন্তান কমান্ড। মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) বিকালে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা প্রজন্ম (তবলছড়ি) চত্বরে পুলিশ সদস্য হত্যা ও অবরোধের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির মুক্তি যোদ্ধা বিষয়ক সহ সম্পাদক মো: হারুনের সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার,বীর মক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে স্বাধীনতা বিরোধী অপশক্তি অগ্নিসন্ত্রাস বিএনপির সন্ত্রাসিরা মুক্তিযোদ্ধা সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন বক্তারা। এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম সহ বীর মুক্তিযোদ্ধা ও পৌর সন্তান কমান্ডের সদস্যরা এতে অংশ নেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোর ঢাকায় বিএনপির মহাসমাবেশে অর্পিত দায়িত্বপালন কালে নিমর্ম হত্যাকাণ্ডের শিকার হয় পুলিশ সদস্য ও মুক্তি যোদ্ধা সন্তান আমিরুল ইসলাম।