ডেস্ক রিপাের্ট:: অসুস্থ হয়ে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক হাজতীর মৃত্যু হয়েছে। নিহত হাজতীর নাম লাভলু মিয়া। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
মেহেদী নামে এক কারারক্ষীর বরাত দিয়ে তিনি জানান, লাভলু মিয়া বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক বিকেল চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। লাভলু মিয়ার বাবার নাম এনায়েত মিয়া।
বাচ্চু মিয়া আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। গতকাল রোববারও এক হাজতির মৃত্যু হয়েছিল। তাকেও কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।