স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির পানছড়িতে মোঃ রফিক মিয়া(৬৩) নামে দশ মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর ২০২৩) গভীর রাতের পানছড়ির উল্টাছড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পানছড়ি থানার পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবগত রাত ১২.৪৫ মিনিটের দিকে পানছড়ির উল্টাছড়ি ইউপির জিয়ানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রফিক মিয়া স্থানীয় মৃত হাশেম উদ্দিনের ছেলে। সে দশ মাদক মামলার আসামী বলেও জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু করা হয়েছে। ইতিপূর্বে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আরো দশটি মাদকের মামলা রয়েছে।