স্টাফ রিপাের্টার,মাটিরাঙ্গা:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তিও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগি সংগঠনের আয়োজনে এ শান্তিও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ অক্টোবর ২০২৩) বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ওয়ালি উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,ছাত্র নেতা আবু তালেব প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে দেশে অরাজকতায় মেতে উঠেছে। তাদের হাতে কেউ নিরাপদ নয় । স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।
সমাবেশ শেষে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগি সংগঠনের অংশ গ্রহনে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।