রুপক আচার্য্য আহবায়ক,নুর হোসেন সদস্য সচিব
আল-মামুন:: প্রতিটি রাজনৈতিক,সামাজিক,ধর্মীয় ও ব্যাক্তিগত অনুষ্ঠান প্রয়োজনীয় সাউন্ড সিস্টেম মালিকদের সংগঠন “খাগড়াছড়ি সাউন্ড সিস্টেম মালিক সমিতি” গঠন করা হয়েছে খাগড়াছড়ি। ৯ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি গঠন কল্পে লক্ষ এক আলোচনা সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা শহরের এফএনএফ কমিউনিটি সেন্টারে শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) সন্ধ্যায় দীর্ঘ আলোচনার পর সাউন্ড সিস্টেম মালিকদের ঐক্যমতের ভিত্তিতে এ কমিটি গঠন করে খাগড়াছড়ি সাউন্ড সিস্টেম মালিক পক্ষ।
সত্য প্রিয় রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি ভবিষ্যত করণীয় ব্যবসায়ী সিধান্ত,পরিকল্পনা বিভিন্ন আলোচনা হয়। এতে সকলের মতামতের ভিত্তিতে ৯ সদস্যের “খাগড়াছড়ি সাউন্ড সিস্টেম মালিক সমিতি” গঠন করা হয়।
কমিটিতে রুপক আচার্য্যকে আহবায়ক ও মো. নুর হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। এতে সংগঠনের অন্যান্যরা হচ্ছে- আনোয়ার হোসেন আনু ও সত্য প্রিয় রোয়াজাকে আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এবং জনি শীল,আজহার আলী হীরা,থুইলা মারমা,তৃপ্তি চাকমা ও শ্যামল সরকারকে আহবায়ক কমিটির সদস্য করা হয়।
পরে সংগঠনের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থেকে ব্যবসায়ীক নানা দিক আলোচনার মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি করে আয়োজক কর্তৃপক্ষ।