আল-মামুন:: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ৩ সদস্যকে ৩ বিভাগ ব্যস্ত করা হয়েছে। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তারকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ক্যজরী মারমাকে সমাজসেবা অধিদপ্তর ও খোকনেশ্বর ত্রিপুরাকে কেএইচডিসি হর্টিকালসার পার্কের দায়িত্ব বন্টন করা হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী স্বাক্ষরিত আহবায়কদের কার্য পরিধি প্রজ্ঞাপন অনুযায়ী কার্যকর হবে বলে সূত্রে জানা যায়।
চলতি বছরের ২২ অক্টোবর স্মারক নং-২৯.৩৬.০১৮.৩৩.৬৬.০০১.২০২৩-৪৯৪৭ স্মারকে পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী গত ২২ অক্টোবর ব্যস্ত করা দায়িত্বপত্রে স্বাক্ষর করেন। প্রাপ্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা অব্যাহত ও জনগণের কল্যাণে কাজ করবেন বলে জানান দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।
অন্যদিকে দায়িত্ব বন্টন হওয়া দপ্তরে পূর্বে দুটি দপ্তরের দায়িত্বে থাকা এক সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে “জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কেএইচডিসি হর্টিকালসার পার্ক” এর সে দায়িত্বে অন্য সদস্যকে দায়িত্ব বন্টন করায় নানা প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।