স্টাফ রিপাের্টার:: পাহাড়ে অবৈধ ভারতীয় সিগারেট,ভারতীয় মদ,গাঁজা থেকে শুরু করে রমরমা মাদক ব্যবসা। তবে বর্তমান সময়ে প্রশাসনের নজরদারীতে একে একে জালে ধরা পড়ছে কারবারীরা। খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে নিযুক্ত একমাত্র নারী পুলিশ সুপার মুক্তা ধর যোগদানের পর থেকে ধারাবাহিকভাবে আটক হচ্ছে মাদকসহ কারবারে যুক্ত ব্যবসায়ীরা।
ফলে স্বস্থি ফিরতে শুরু করেছে সাধারন মানুষের মধ্যে। বর্তমান পুলিশ সুপার যোগদানের পর এযেন মাদক কারবারীদের জন্য অগ্নি থাবায় রূপ নিয়েছে বলে মন্তব্য করছে সাধারন মানুষ। মাদক কারবারীদের অপকর্ম রোধে পুলিশ সুপার মুক্তা ধর বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। ধারাবাহিকভাবে মাদক কারবারীদের পুলিশ স্বোচ্ছার এবং মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
খাগড়াছড়িতে ১১৫২ লিটার চোলাই মদসহ ও বিদেশী সিগারেট সহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মাটিরাঙ্গা ও মানিকছড়ি হতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে ১১৫২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক ব গ্রেফতার করা হয়। একই সময় মাদক বহন কাজে ব্যবহৃত রেজিঃ বিহীন একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
আইয়ুব আলী কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী ইউপির সুলতান মাহমুদের ছেলে। তিনি বর্তমানে খাগড়াছড়ির দীঘিনালা সদরে জসিমের বাড়ীতে ভাড়া থাকেন। এছাড়া একই দিনে মানিকছড়ির যোগ্যাছোলা এলাকায় হতে ৫০ কাটুনবিদেশী সিগারেট সহ দুুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। সিগারেটের আনুমানিক বাজার মূল্য পঁচাত্তর হাজার টাকা।
একই সময় সিগারেট বহনকারি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-অ ১৪-২৪৯১) জব্দ করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলেন,-গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের মোঃ জলফু শেখের ছেলে মোঃ রবিউল শেখ (৩৬) ও নীলফামারীর কিশোরগঞ্জের মোঃ সেকেন্দার আলীর ছেলে আব্দুল্লাহ আল রুবেল মিয়া (৩২)।