মো.সোহেল রানা,দীঘিনালা:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মৎস্য চাষীকে অংশ্রগ্রহনে ৩দিনব্যাপি কার্পজাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯অক্টোবর ২০২৩) দীঘিনালা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দীঘিনালা পরিষদ সেমিনার কক্ষে পার্বত্য চট্টগ্রামের অধিদপ্তরাধীন মৎস্য চাষ খাতে ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় দীঘিনালা প্রান্তিক ২০জন মৎস্য চাষীকে কার্পজাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষর্থীদেরকে অভিজ্ঞতা বিনিমিয় হিসেবে হাতে কলমে শিখানোর জন্য খাগড়াছড়ি মিনি হ্যাচারিতে মাছের রেনু চাষ করার অধুনিক পদ্ধতি পরিদর্শন করানো হয়। পরে রাঙ্গামাটি সদর উপজেলার ক্রীক বাঁধ দিয়ে মাছ চাষ পরিদর্শন করে শেষ করা হয়। মাছের রেনু চাষ করার অধুনিক পদ্ধতি দেখানো হয়।
গত ১৭ অক্টোবর প্রশিক্ষনের করেন উদ্বোধন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। এসময় পার্বত্য চট্টগ্রামে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা প্রমূখ।
প্রশিক্ষনার্থী ঝিনুরায় পোমাং ও জালাল উদ্দিন বলেন, আমরা আগে নিজেরা সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতাম, এখন আমার আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষন পেয়েছি। এখন মাছ চাষ করে লাভবান হব।