স্টাফ রিপোর্টার,মাটিরাঙ্গা:: “শেখ রাসেলের দীপ্তিময়,নির্ভীক নির্মল দুর্জয়” শ্লোগানে দেশব্যাপী পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন । এ উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জতীয় সংগীত পরিবেশ ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বলেন, সারা দেশে আওয়ামীলীগের বিরুদ্ধে নতুন করে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
শেখ রাসেল দিবসে আমাদের নতুন করে শপথ নিতে হবে। বঙ্গবন্ধু অনুপস্থিতিতে কিভাবে বাঙ্গালী জাতি একটি স্বাধীন সাবোভৌম দেশ বিনির্মানে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২লক্ষ মা বোনের সম্রমের বিনিময় স্বাধীন দেশে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি আত্মনির্ভরশীল উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে আত্ম প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার সফল স্মাার্ট বাংলাদেশ বিনির্মানের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।
দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্ববাচনে আবারো শেখ হামিনাকে ক্ষমতায় আনতে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও উজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হিরনজয় ত্রিপুরা,সাধারণ সম্পাক সুবাস চাকমা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিস ভুইয়া, মো.আলী হোসেন,পৌর আওয়ামীলীগের সাধারষণ সম্পাদক নুরুল ইসলাম পিসি সহ সকল সহযোগি সংগঠনের নেতা কর্মীরা এতে উপস্থিত ছিলেন।