প্রতিনিধি রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেন রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটি।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পৌরসভার ০৩নং ওয়ার্ড গর্জনতলী সন্দীপটিলা এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে, ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়ার পক্ষে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন, রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য সচিব মোঃ ফায়েজুর রহমান, রামগড় পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ সুজায়েত আলী সুজা,রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য,মুসা আহমেদ,আবুল হোসেন মুন্সি,বিকাশ নাথ,সাধন নাথ,মোঃ হোসেন রাখাল নাথ,অহিদুর রহমানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতা-কর্মীরা।